বুধবার, ৪ মে, ২০১১

ইসলামী ইতরামিপঞ্চক


১.
ইসলামী জোশে বলিয়ান নাইজেরিয়ার মুসলমানেরা কমপক্ষে একশোজন খ্রিষ্টানকে হত্যা করেছে ও পুড়িয়ে দিয়েছে চল্লিশেরও বেশি গির্জা। ইসলামী শান্তি প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বলেন, সুবহানাল্লাহ। 

২.
অন্ধকারে থাকতেই ভালোবাসে মুসলমানেরা। মিডিয়া ও প্রকাশনার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে চৌদি আজবের সরকার। শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক যে কোনও কিছু প্রকাশ হবে শাস্তিযোগ্য অপরাধ। থাক ব্যাটারা মধ্যযুগেই।

৩.
ব্রিটেনের মসজিদগুলো পরিণত হয়েছে ইসলামী সন্ত্রাসবাদের আন্তর্জাতিক কেন্দ্রে। উইকিলিকস-এর মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে আগে করা ধারণার সত্যতা প্রমাণিত হয়েছে। লন্ডনের নাম লন্ডনস্তান হতে আর কতো বাকি?

৪.
শান্তির ধর্মের শান্তিপ্রিয় চার অসুসারী এক খ্রিষ্টান ধর্মপ্রচারককে পিটিয়ে হত্যা করেছে এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপরেও হামলা চালিয়েছে। খ্রিষ্টানধর্ম প্রচার করে ইসলামী শান্তির ব্যাঘাত ঘটানোর অপরাধে এই শান্তিপূর্ণ ঘটনা ঘটানো হয়।
(লিংক সরবরাহক Suirauqa)

৫.হিজাব পরতে অস্বীকৃতি জানানোয় কুড়ি বছরের তরুণীকে হত্যা করেছে তার সৎ-পিতা। ভিডিওতে দেখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন