শুক্রবার, ৬ মে, ২০১১

অন্যায্য বিশেষণভূষিত নাস্তিকেরা


প্রচলিত ধারণা অনুযায়ী, নাস্তিক মানেই বদ, নীতিহীন ও রাগী। যদিও আমার ক্ষেত্রে তিনটে বিশেষণই প্রযোজ্য, তাই বলে সব নাস্তিকই আমার মতো নিশ্চয়ই নন। এটা স্রেফ প্রচলিত একটা স্টেরিওটাইপ। এবং সেটি কতোটা ভ্রান্ত, তা জরিপ ও গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে লেখা রচনায় দেখুন। 

কয়েকটি উদ্ধৃতি: 
... নির্ধার্মিকেরা ধার্মিকদের চেয়ে বেশি নীতিবান, বিশেষ করে অতি ধার্মিকদের চেয়ে। 
... সেক্যুলার দেশগুলোয় হত্যার হার ধর্মপ্রকট দেশগুলোর চেয়ে অনেক কম। 
... আমেরিকায় যে প্রদেশগুলোয় চার্চগামীদের সংখ্যা বেশি, হত্যার হারও সেখানে কম চার্চগামীদের প্রদেশগুলোর তুলনায় অনেক বেশি। 
... গোঁড়া জাতীয়তাবাদী বা সাম্প্রদায়িক হবার সম্ভাবনা নাস্তিকদের কম। 
... নাস্তিকেরা চিন্তার স্বাধীনতাকে মূল্য দেয়...

বলে রাখা উচিত, নাস্তিক মানেই তার চরিত্র ফুলের মতো পবিত্র - এমন ভেবে নেয়ার কোনও কারণ নেই। খুনি, লম্পট, ধর্ষক বদমায়েশ, জোচ্চোর, প্রতারক আছে নাস্তিকদের মধ্যেও। আর তাই নাস্তিকদেরকে বিশেষ শ্রেণীর মানুষ হিসেবে পরিচিত করানোর লক্ষ্য আমাদের নেই। তবে ঢালাওভাবে অন্যায় অভিযোগের শিকার হতে এবং ভুল বিশেষণে ভূষিত হতে আমরা চাই না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন