রবিবার, ১ মে, ২০১১

বেবাক প্রশংসাই তার, সে দুর্নাম-প্রুফ!


দুর্ঘটনায়, প্রাকৃতিক বিপর্যয়ে কতো লোক মারা যাচ্ছে, এর জন্যে দায়ী সে নয়। তাকে অপবাদও সইতে হয় না এসব ক্ষেত্রে। তবে ঘটনাচক্রে কেউ কেউ প্রাণে বেঁচে গেলে সেই কৃতিত্ব সে পায় অবধারিতভাবে। এমনকি উদ্ধারকারীদের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও লোকজন তার প্রশস্তি গায়, উদ্ধারকারীদের নয়। 

ফ্লোরিডার এক হোটেলের চারতলার ব্যালকনি থেকে পড়ন্ত এক শিশুকে দু'হাতে ধরে ফেলে প্রাণে বাঁচিয়েছেন সেখানে অবকাশযাপনরত এক ব্রিটিশ মহিলা। এর পরে শিশুটির মা বলেছেন, "আমার সন্তানের জীবন রক্ষার জন্য আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে।" 

ক'দিন আগে দেয়া এক পোস্টের শিরোনামটিই মাথায় আসছে এখন: "আবালআকীর্ণ এ ধরাধাম"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন