মঙ্গলবার, ৩১ মে, ২০১১

করোটিকল্প – ১৫


চিন্তিত তাপস পাল-এর উদ্ভাবিত দুই মাথার খুলির কার্টুন অনেককেই অনুপ্রণিত করেছে একই থিম ব্যবহার করে আরও কার্টুন বানাতে। বেশ কয়েকটি কার্টুন পাওয়া গেছে এরই মধ্যে। পাল সাহেবের পরিকল্পনা অনুযায়ী, খুলি-কার্টুনের একটি সিরিজ দাঁড় করানো হবে। 

উৎসাহী সকলকে কার্টুনের আইডিয়া পাঠাতে আহ্বান জানানো যাচ্ছে (dhormockery অ্যাট gmail.com)।

মনোনীত আইডিয়াগুলো দিয়ে ধর্মকারীর ফটোমাস্তানেরা কার্টুন বানাবেন এবং আইডিয়াদাতাদের নামসহ সেসব প্রকাশিত হবে। 

কল্পনা হোক লাগামছাড়া। খুলি দুটো হতে পারে মৃত যে কোনও দুই ব্যক্তির। এমনকি একেবারেই বেমানান বা অসম্ভব দু'জনেরও। স্রেফ কয়েকটি উদাহরণ: আইনস্টাইন ও আদম, যিশু ও ব্রুস লি, নবীজি ও মেরিলিন মনরো, মুসা ও পিসি সরকার, আয়েশা ও হাওয়া...। সোজা কথা, দু'জনের কম্বিনেশন যতো উদ্ভট হবে, কার্টুন মজাদার হবার সম্ভাবনা ততো বেড়ে যাবে। শর্ত মাত্র দুটি: সংলাপগুলো হতে হবে বুদ্ধিদীপ্ত ও হাস্যেদ্রেককারী এবং কোনও না কোনওভাবে ধর্মপোন্দনীয়। 

আজকের কার্টুন বানিয়ে পাঠিয়েছেন আসামী মজানন্দ পরমঘুঘু


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন