রবিবার, ২৯ মে, ২০১১

জীবনবৃক্ষ


কোনও ছু-মন্তরের মাধ্যমে জন্ম হয়নি এই পৃথিবীর, প্রাণের। লক্ষ-কোটিবার "কুন' বললেও কিছু ঘটা সম্ভব নয়। ধর্মগ্রন্থগুলোয় পৃথিবীর বয়স উল্লেখ করা আছে পাঁচ থেকে দশ হাজার বছর। ঐশী কিতাবগুলোর অজস্র বক্তব্য হাস্যকর ও ভ্রান্ত প্রমাণ করে ধর্মকে খেলো প্রমাণ করে চলেছে বিজ্ঞান। তবু বিজ্ঞানের যুগে বাস করে, বিজ্ঞানের সমস্ত উপকারিতা ভোগ করেও বিজ্ঞানে অনাস্থা প্রকাশ করতে পারে শুধু নির্বোধেরাই।  

পূর্ণাকারে দেখতে ছবির ওপরে ক্লিক করুন।


* সৌজন্য: Mike Cowie (ধর্মকারীর শুভাকাঙ্ক্ষী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন