মঙ্গলবার, ৩ মে, ২০১১

নূরের পথ ছেড়ে আলোর পথে – ০৭


আগের প্রজন্মের চেয়ে পরবর্তী প্রজন্মের ধর্মপ্রবণতা হ্রাস হবার প্রবণতাটি বিশ্বজুড়েই এখন বেশ বেগবান। এই যেমন, ইয়োরোপে ধর্মবিশ্বাসীদের দেশ হিসেবে স্পেনের পরিচিতি ছিলো এক সময়। এখন স্পেন তার অবস্থান হারাতে শুরু করেছে। খোদ পোপ সেখানে বেড়াতে এসে আক্ষেপ করেছিলেন এ বিষয়ে। 

El Mundo নামের প্রভাবশালী স্প্যানিশ পত্রিকা জানাচ্ছে, ২০০২ সালে ক্যাথলিক ধর্মে বিশ্বাসী তরুণদের সংখ্যা ছিলো শতকরা ২৯.২ জন। মাত্র আট বছরে তা নেমে এসেছে ১০.৩ শতাংশে! পক্ষান্তরে অবিশ্বাসী ও নাস্তিকরা তাদের নাজুক অবস্থান (২৮.৭%) ব্যাপকভাবে দৃঢ় করতে সমর্থ হয়েছে। তাদের সংখ্যা এখন শতকরা ৪৫ জন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন