আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১ জুন, ২০১১

মোমিনের কাজ মোমিন করেছে


বাংলা খবরের লিংক পাঠিয়েছেন হুলো বেড়াল, ইংরেজি খবরের লিংক পাঠিয়েছেন Softdoc)


সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার ‘অপরাধে’ ইউক্রেনে এক মুসলিম তরুণীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা বলেছে, ইসলামী শরিয়া আইন অনুযায়ী তার শাস্তি কার্যকর করা হয়েছে। ১৯ বছর বয়সী ওই তরুণীকে হত্যা করার পর দন্ড কার্যকরকারীরা তার বাড়ির পাশে লাশ রেখে যায়। হতভাগ্য তরুণীর নাম কাতিয়া কোরেন। খবর সিবিএসনিউজের।


কোরেনের বন্ধুরা জানায়, মেয়েটি ফ্যাশন সচেতন ছিল। সে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতো। সম্প্রতি সে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ দশ সুন্দরীর একজন নির্বাচিত হয়। চুড়ান্ত বিচারে সপ্তম সেরা সুন্দরীর স্থান লাভ করে। কিন্তু তার এই প্রতিযোগিতায় অংশ নেয়াকে ভাল চোখে দেখেনি তার ধর্মের কট্টোরপন্থি অংশ। কয়েকজন তরুণ তাকে ধরে নিয়ে গিয়ে ইসলামি শরিয়া আইন ভঙ্গের অভিযোগ এনে পাথর ছুড়ে হত্যা করে। এদের মধ্যে বিহাল গাজিয়েভ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ । আটক গাজিয়েভ পুলিশকে বলেছেন, কোরেন মুসলিম নারী হওয়া সত্বেও শরিয়া আইন লংঘন করে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে। একারণে শরিয়া আইন মেনেই তাকে শাস্তি দেয়া হয়েছে। এই কাজের জন্য তার কোনো অনুশোচনা নেই বলে তিনি পুলিশকে জানান।

এমন খবর শুনে অনেক মুসলমান বলে থাকে, পাথর ছুঁড়ে হত্যার বিধান ইসলামে নেই। দাবিটি যুক্তিযুক্ত বলে মেনে নেয়া যায়, যদি তারা যাবতীয় হাদিস অগ্রাহ্য করতে পারে। কারণ অসংখ্য হাদিসে পাথর ছুঁড়ে হত্যার প্রসঙ্গ উল্লেখিত আছে। নবী নিজেই এর চর্চা করেছেন নিয়মিত। কয়েকটি উদাহরণ:  

Hadith Sahih

Narrated ‘Abdullah bin ‘Umar :
The Jew brought to the Prophet a man and a woman from amongst them who have committed (adultery) illegal sexual intercourse. He ordered both of them to be stoned (to death), near the place of offering the funeral prayers beside the mosque.”

Narrated Ash-Sha’bi:
from ‘Ali when the latter stoned a lady to death on a Friday. ‘Ali said, “I have stoned her according to the tradition of Allah’s Apostle.”

Sahih Muslim

‘Ubada b. as-Samit reported: 
Allah’s Messenger (may peace be upon him) as saying: Receive (teaching) from me, receive (teaching) from me. Allah has ordained a way for those (women). When an unmarried male commits adultery with an unmarried female (they should receive) one hundred lashes and banishment for one year. And in case of married male committing adultery with a married female, they shall receive one hundred lashes and be stoned to death.

Jabir b. ‘Abdullah reported: 
Allah’s Apostle (may peace be upon him) stoned (to death) a person from Banu Aslam, and a Jew and his wife.

আরও প্রাসঙ্গিক হাদিস দেখুন এখানে। অথবা ২০০ কিলোবাইটের ছোট্ট পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন