Maryam Namazie - এক সাহসী, মহিয়সী ও নিরলসভাবে কর্মঠ মহিলার নাম। তাঁর জন্ম ইরানে। কিন্তু ১৯৮০ ইরানীয় অভ্যুত্থানের সময় দেশ ছাড়েন তিনি। এখন বসবাস করছেন ব্রিটেনে।
অজস্র মানবতাবাদী কর্মকাণ্ডে জড়িয়ে রেখেছেন নিজেকে। একই সঙ্গে তিনি Equal Rights Now - Organisation against Women's Discrimination in Iran, the One Law for All Campaign against Sharia Law in Britain এবং the Council of Ex-Muslims of Britain-
এর প্রতিনিধি। আরও বিশদ পড়ুন এখানে।
সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত নাস্তিকদের সম্মেলনে বক্তৃতা দিয়ে সাড়া জাগিয়েছেন। কুড়ি মিনিট দীর্ঘ সেই বক্তৃতা চমৎকার তো বটেই, তবে পরবর্তী তিরিশ মিনিটের প্রশ্নোত্তর পর্বটি অপ্রতিরোধ্যরকমের আকর্ষণীয়। কী বলিষ্ঠ তাঁর উত্তর, কী স্পষ্ট তাঁর অবস্থান! এক ইসলামবাজ (ব্যাটা এখানে কী করতে এসেছিল?) শরিয়া আইনের পক্ষে কথা বলে কী নাজেহালটাই না হলো তাঁর কাছে!
সময় এবং সুযোগ থাকলে পঞ্চাশ মিনিটের ভিডিওটি দেখে নেয়াটা সুন্নত বলেই মনে করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন