বিজ্ঞানবিরোধিতায় ধর্মগুলো বড়োই পারঙ্গম। ইতিহাস সাক্ষী, সাক্ষী বর্তমানও। তবে বিজ্ঞানের সমস্ত অবদান ব্যবহারে তারা নির্লজ্জ।
এই যেমন, সম্প্রতি শিশুকামীদের স্বর্গ ভ্যাটিকানের প্রধানতম ব্যক্তি এখন টুইটার ব্যবহার করতে শুরু করেছেন। অর্থাৎ টুইটারের মাধ্যমে ধর্মপ্রচার। খোমাখাতাতেও তাঁর অ্যাকাউন্ট আছে বলে পড়েছি।
তথাকথিত ঐশী অলোকিক ঘটনায় অভ্যস্ত হলেও অবাক-করা পার্থিব টেকনোলজি দেখে পোপ বিস্মিত হলেন বলেই মনে হলো (লিংকে এমবেড করা ভিডিও দেখুন)। বুঝি না, কেন ধর্মবাজেরা ধর্মপ্রচারে ঈশ্বরের অলৌকিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে!
লিংক পাঠিয়েছেন মালা আলম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন