আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১৮ জুন, ২০১১

ধর্ম নামের ব্যবসা রমরমা, কারণ - আবালআধিক্য


লিখেছেন কৌস্তুভ 

ধর্ম যে কত লাভজনক ব্যবসা, সম্প্রতি দুটো খবরে তা আবার প্রমাণিত।

১. 
সাইবাবার বিশাল সম্পত্তি ও সাম্রাজ্যের কথা আগের লেখাটাতেই আপনারা পড়েছেন। তাঁর মৃত্যুর পর ব্যক্তিগত ঘরটি তালাবন্ধ ছিল, সম্প্রতি খোলা হলে তা থেকে ১১.৫ কোটি টাকা, ৯৮ কেজি সোনা, ৩০৭ কেজি রূপো পাওয়া যায়। সেসব গুনতেই লেগে গিয়েছিল দেড় দিন। শোনা যায়, বাবার অসুস্থতার সময়েই ওই ঘর থেকে সেবাইতেরা আরো অনেক কিছু সরিয়ে রেখেছে...

এইসব সম্পত্তি তাঁর ট্রাস্টের হাতে গেছে। তবে তার মালিকানা, বাবার উইল, সম্পত্তির ভাগবাঁটোয়ারা ইত্যাদি নিয়ে বিতর্ক চলছেই।

২. 
একজন ক্যাথলিক পাদ্রীর গড় মাইনে আমেরিকার স্ট্যান্ডার্ডে বেশ ভালই – বছরে ৪০ হাজার ডলার। তার উপরে আছে নানারকম পার্কস – বাড়ি, গাড়ি, খাবার, স্বাস্থ্যবীমা। সব ধরলে ভালো মাইনের চাকরিরই সমতুল্য। আর ভক্তদের দান থেকে ফাদার কত অংশ পান, সেসব তো এখানে ধরাই হয় নি। একটা ব্যাচেলর ডিগ্রি থাকলেই এখানে ঢুকে পড়তে পারেন – কাজ শুরুর আগে চার বছরের ধর্মীয় শিক্ষার খরচটা ওরাই দেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন