শনিবার, ৪ জুন, ২০১১

হাত দিয়ে যায় চেনা


লিখেছেন শয়তানের চ্যালা 

নির্ধর্মীদের জন্য আমার খুব মায়া হয়। দুনিয়ায় ঈশ্বরের এত এত অস্তিত্বের প্রমান থাকা সত্ত্বেও কেন তারা বিশ্বাস আনতে পারছে না? কেন তারা ধর্ম নিয়ে এখানে উপহাস করছে? আজ আমি নির্ধর্মীদের দ্বীনের পথে আনার জন্য আরেকটি জলজ্যান্ত প্রমাণ এনেছি।


গুগলে GOD PARTING THE SKY লিখে সার্চ দিলেই পাবেন হাজারো ধার্মিকদের সাইট যেখানে এই ছবি চাক্ষুষ প্রমাণ হিসেবে জ্বলজ্বল করছে এবং আহবান জানাচ্ছে নূরের পথে আসার জন্য। 

তবে সমস্যা হল, অনেকেই দাবী করেছে, এটা তার নিজের তোলা এবং তাও আবার আলাদা আলাদা স্থানে আলাদা সময়ে। 

যেমন কয়েকটা উদাহরণ – 

কারা উইনশিপ-এর ধারণা, এটা তার নিজের তোলা ঈশ্বরের হাতের ছবি। এটা দেখার পরে সে তার বিধ্বস্ত ভগ্ন মনে যার পর নাই অনেক প্রশস্তি পেয়েছে। তার মনে হয়েছে, এই ছবি পুরো পৃথিবীকে দেখানো উচিত। সবাই দেখুক আসলেই একজন ঈশ্বর আছেন, যিনি আমাদের সর্বদা নজরে রেখেছেন। 

Cara Winship sent this out it is called: God's hands. 

“I took this picture on Hwy 30, traveling to London , KY. It has given me strength in the times of trouble. I feel I should share it with the rest of the world. I hope it is an inspiration to you. It just goes to show what we already know…We have a God, and he’s watching over us. 

আরেক ধার্মিক অবশ্য অন্য তথ্য দিয়েছে। 

এটা নাকি তার এক বন্ধু ২০০৪ এ ফ্লোরিডায় আঘাত হানা হ্যারিকেন চার্লির ধ্বংসলীলার পরে তুলেছে। এবারও সেই ঈশ্বরের হাত। 

A friend of mine sent this photo of a cloud formation in the aftermath of Hurricane Charley. I think it is awesome and needed to be passed on. I truly hope that all of you will be able to view it. 

The Hands of GOD... 

আমরা অনেকে কোন কাজ সফলভাবে সম্পন্ন করার পরে হাত মুঠো করে “ইয়ে” বলে উঁচিয়ে উদযাপন করে। হয়ত ঈশ্বরও তার সফল ধ্বংসলীলার পরে এমন কিছু করার চেষ্টা করেছেন। 

২০১০ এ হাইতিতে মারাত্মক ভূমিকম্প হয়। তখন আবারও এ ছবি নেটে ছড়িয়ে পড়ে। 

এবার নাকি ভূমিকম্পের আগে এটা দেখা যায়। 

In January 2010 this photograph was circulated as a picture of the sky above Haiti, taken just before the 7.0 earthquake that had hit that country earlier in the month. 

ইশ! যদি সব সময় এমন হতো, তাহলে আর আবহাওয়াবিদের দরকার ছিল না। আকাশে এমন হাত দেখলেই দিগ্বিদিক ছুটে পালাতাম। 

যাই হোক, যেহেতু ছবি পাওয়া গেছে, সত্য যেটাই হোক ঈশ্বর আছে। (প্রমাণিত) 

এবারে আসি আসল কাহিনীতে। সাধারণত এমন ছবি কেউ পেলে আদ্যপান্ত যাচাই না করেই আরো দশজনকে মগজ ধোলাই করে সেটা দিয়ে। ইদানীং ফেসবুক টুইটার আসায় এগুলো আরো দ্রুত ছড়ায়। 

যেমন ফেসবুকে কিছু উৎসাহী ধার্মিক –



উপরের ছবির শেষ কমেন্টেই আসল মজা। 

Goatse লিখে গুগলে সার্চ দিলেই মজাটা বুঝতে পারবেন। 

এর মানে একটা চমক দেয়ার সাইট যেখানে এক লোক তার পায়ু দু'হাত দিয়ে টেনে ফাঁকা করে রেখেছে, এবং কাউকে মজা করার জন্য সেই ছবির লিঙ্ক দেয়া হয় যেন ঢুকেই চমকে উঠে এবং বিরক্ত হয়। 

A disgusting picture of a man stretching his anus extremely wide. One of the oldest jokes on the internet is to link the picture to internet forums and chatrooms, renamed to look like something else like "happybunnies.jpg" . Often causes people to freak out. 

উপরের ছবিটা goatse.cx চমক দেয়া সাইটের জন্যই একজনে তৈরি করেছিল। আসল ছবি এটা –


Many viewers have noted the picture's similarity to a very graphic image made notorious by the goatse.cx shock site. A reader who wrote to us to claim credit for the doctored photo said that he did indeed intend it as an homage to that site: 

I created that picture for www.shacknews.com. it was indeed an homage to goatse.cx. I even had a version where I put a gold ring on one of the fingers, but I think I lost it. 

Since the post was lost in the crash, I can't link you to the original picture, but it was just the hole in the clouds. It took me literally 2 minutes to use a clone tool in Photoshop and create the 2 hands opening it up. 

এবার বুঝেন কিসের ছবিরে ধার্মিক জ্ঞানীরা কি বানাইয়া ফেলছে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন