স-ভূমিকা লিংক পাঠিয়েছেন কৌস্তুভ
‘মা শীতলা’ হিন্দুদের কাঁচাখেকো-টাইপের দেবী, তাঁর পুজোআচ্চা না করলে নাকি বাচ্চাদের বসন্ত ইত্যাদি ভয়ানক সব অসুখ দেন। শীতলা পুজো বাঙালি মায়েদের মধ্যে তাই বহুল প্রচলিত। মনে হয় এটা আদিম দেবদেবীর সঙ্গে হিন্দু দেবতাদের সঙ্কর, যেভাবে অনেক অনার্য্য দেবদেবীকেই হিন্দুধর্ম আত্তীকরণ করে নিয়েছে।
চড়কের মেলায় যেমন শরীর ফুটো করে, শরীরকে কষ্ট দেওয়ার মাধ্যমে ঠাকুরকে তুষ্ট করার প্রচলন, এখানে সরাসরি বাচ্চাটাকেই শেখানো হচ্ছে নিজের শরীরকে কষ্ট দিয়ে শীতলা মায়ের কাছ থেকে নীরোগ দীর্ঘ জীবন কামনা করতে।
রবিদাদু লিখেছিলেন, “যে-দেশে বসন্তরোগের কারণটা লোকে বুদ্ধির দ্বারা জেনেছে এবং সে-কারণটা বুদ্ধির দ্বারা নিবারণ করেছে, সে-দেশে বসন্ত মারীরূপ ত্যাগ ক'রে দৌড় মেরেছে। আর যে-দেশের মানুষ মা-শীতলাকে বসন্তের কারণ ব'লে চোখ বুজে ঠিক ক'রে বসে থাকে সে-দেশে মা-শীতলাও থেকে যান, বসন্তও যাবার নাম করে না। সেখানে মা-শীতলা হচ্ছেন মানসিক পরবশতার একটি প্রতীক, বুদ্ধির স্বরাজচ্যুতির কদর্য লক্ষণ।"
স্বাভাবিক যুক্তিবুদ্ধিবিলোপকারী ধর্মবিশ্বাসের আরও একটি সচিত্র নমুনা দেখার আগে সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ছবিটার দিকে তাকিয়ে থাকা যায় না। নিজ ঝুঁকিতে দেখুন (স্লাইড শোর ছয় নম্বর ছবি)।
সকল ধর্ম ধ্বংস হোক।
সকল ধর্ম ধ্বংস হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন