আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

উৎসবে বাঙালি চরিত্র


লিখেছেন থাবা বাবা

(এটা যখন লিখি, ধর্মকারীতে তখনো আমি অ্যাক্টিভ হইনি! তা বছর দুয়েক আগের লেখা!)  

ধর্ম দিয়ে ভাগ করা দেশ
ধর্ম নিয়ে বাড়াবাড়ি,
ধর্মান্ধ মানুষ গুলো
ধর্ম নিয়ে মারামারি।

সব বাঙালি ধর্মভীরু
তার পরেও আছে যে মিল
সহজ সরল বাঙালি প্রাণ
ধর্মে যতোই থাকুক অমিল।

ঈদ-পাবনে সেমাই খেতে
রাধা আসে মুন্সী বাড়ী
ঈদের খুশী সবাই মিলে
বাদ পড়ে না মুরগি কারী।

কোর্মা-পোলাও বাদই দিলাম
সঙ্গে থাকে দুধের পায়েশ
রাম-রহিমে একসাথে খান
বসে সবাই করে আয়েস।

দূর্গা ঠাকুর আসেন যখন
মর্তে নেমে বাপের বাড়ী,
মন্ডা মিঠাই সঙ্গে আসে
বাদ পড়ে না দইয়ের হাঁড়ি।

ঢাকের শব্দে নাচে সবাই
শঙ্খ বাজায় পুরুৎ ঠাকুর,
পূজোর প্রসাদ মন্ডা-মিঠাই
মুন্সী খেয়ে তোলেন ঢেকুর।

এর পরেও ধর্ম নিয়ে
যারা এত বিভেদ লাগান,
বলি তাদের, এ ওর বাড়ী
সেমাই প্রসাদ আহার্য খান।

ধর্ম-কর্ম মিলে সবাই
মানুষ-মানুষ একটা হবে,
রাম-রহিমে এই দেশেতে
সারা জীবন সঙ্গে রবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন