ভাইয়েরা, হাইসেন না, এক ধর্মভূতাক্রান্ত মহিলা তার শরীরের শিরায় god-এর নাম দেখতে পাইসে। বেচারি খুব কঠিন সময়ের ভিতর দিয়া যাইতেসে এবং তার ধারণা, তার প্রার্থনার ফলস্বরূপ ঈশ্বর তারে দেখা দিসে। আর তাই তার সব মুশকিল আসান হয়া যাবে খুব তাড়াতাড়ি।
খবরটার হেডিং: Lord’s Name in Vein. আমার মনে হইলো, শেষ শব্দটায় e-এর বদলে a বসায়া দিলে সঠিক হইতো।
তিরিশ সেকেন্ডর ভিডিও-রিপোর্ট দেইখা নিতারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন