মঙ্গলবার, ৭ জুন, ২০১১

আইডিয়া আহ্বান


ধর্মকারীর পাঠকদের ভেতরে অজস্র আইডিয়াবাজ আছেন, সেটার প্রমাণ ইতোমধ্যেই পাওয়া গেছে। তাঁদের কাছ থেকে নিচের ছবির জন্য ব্যবহার্য সংলাপ আহ্বান করা যাচ্ছে। পছন্দসই সব সংলাপ ছবিতে বসিয়ে প্রকাশ করা হবে একে একে। 

dhormockeryঅ্যাটgmail.com ঠিকানায় আইডিয়া প্রেরিতব্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন