আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ২২ জুন, ২০১১

বিবর্তন বিষয়ে সুন্দরীরা


মিস আমেরিকা প্রতিযোগিতায় প্রতিযোগিনীদের একটি প্রশ্ন করা হয়েছিল, "আমেরিকার স্কুলে প্রাণীজগতের বিবর্তন নামের বিষয়টি পড়ানো উচিত কি?" প্রত্যেকেই তাঁদের ব্যক্তিগত অবস্থান জানিয়েছেন।  মত আছে পক্ষে ও বিপক্ষে। পনেরো মিনিটের ভিডিওর কিয়দংশ দেখে মনে হলো, পক্ষে মতামত বেশি, যদিও তাদের অধিকাংশেই আবার সৃষ্টিতত্ত্ববাদের মতো বিজ্ঞানসংশ্লেষহীন ও কু-রূপকথামণ্ডিত বিষয়ও পড়ানোরও পক্ষে। ভাবটা এমন, পদার্থবিদ্যা পড়ালে জাদুবিদ্যাও পড়াতে হবে, কেমিস্ট্রি পড়ালে পড়াতে হবে আলকেমিও। 

এই প্রতিযোগিতায় বিজয়িনী মিস ক্যালিফোর্নিয়ার বক্তব্য অবশ্য আশাব্যঞ্জক: Well, I was taught evolution in my high school growing up, and I do believe in it. I mean, I’m a huge science geek, so I like to believe in, like, the Big Bang Theory and, you know, the evolution of humans, you know, throughout, you know, time. 

ইচ্ছে করলে ভিডিও দেখে নিতে পারেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন