বুধবার, ২৯ জুন, ২০১১

ইসলামে জোর-জবরদস্তি নেই


ইসলামত্যাগের কারণে কাউকে হত্যার ইসলামী বিধানটি নাকি ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক নয়! কারণ তাকে হত্যা করা হয় বিশ্বাস ত্যাগ করার 'অপরাধে' নয়, প্রত্যক্ষভাবে ইসলামবিরোধিতার মাধ্যমে ইসলামের প্রতি বিপুল বিশ্বাসঘাতকতা করার জন্যে। পার্থক্য কিছু বুঝলেন? আমি বুঝিনি। পড়ে দেখুন

এদিকে জেরুজালেমের ইসলামিক ফতোয়া কাউন্সিল-এর মতে, ইসলামত্যাগীকে তিন দিন সময় দেয়া হয় ক্ষমাপ্রার্থনার জন্যে। এর অন্যথা হলে তাকে হত্যা করা হয়। 

বলেন, আলহামদুলিল্লাহ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন