রবিবার, ২৪ জুলাই, ২০১১

তোমায় যদি চালায় দ্বীন > দোয়ার তোড়ে পালায় জ্বীন


আপনার-আমার কাছে তা যতো হাস্যোদ্রেককারীই মনে হোক না কেন, ঈমানদার মুসলিম জ্বীনে বিশ্বাস করে। কোরানে যেহেতু আস্ত একখানা সুরাই আছে আল-জ্বীন নামে, তাই জ্বীনের অস্তিত্বের কথা অস্বীকার করার কথা ভাবতেও পারে না মোমিন মুসলমান। 

তবে অন্যদের বিশ্বাস উৎকট হলেই সেটা নিয়ে হাসাহাসি করতে হবে নাকি! ধর্মকারীর এই চরিত্রটা বদলানো আবশ্যক হয়ে পড়েছে। আসুন, শুরু করা যাক: এই ভিডিও দেখে আমরা একদম হাসবো না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন