সোমবার, ১৮ জুলাই, ২০১১

কোপা, শামসু, কোপা


প্রাক-শবেবরাত ও শবেবরাতকালীন প্রার্থনাও সম্পূর্ণ বিফলে গেল। অজস্র বাঙালির অবিরল দোয়া-প্রার্থনা একেবারেই গ্রাহ্য করেনি ভগবানেশ্বরাল্লাহ। কোপা কাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে কুপিয়ে দিয়েছে উরুগুয়ে-প্যারাগুয়ে। 

অনেকেই অসন্তুষ্ট হবেন জেনেও একটি কথা বলি: ব্রাজিল-আর্জেন্টিনার প্রতি আমার কোনও শত্রুতা নেই। তবে এই দুই দলের বাংলাদেশী সমর্থকদের কুৎসিত, মাত্রাজ্ঞানহীন মাতমে অতিষ্ঠ আমি পুলকিত হই এদের পরাজয়ে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন