র্যাপচার (খ্রিষ্টধর্মমতে, পৃথিবী ধ্বংসের আগে যিশু আকাশ থেকে নেমে আসবেন, তারপর তিনি মোমিন খ্রিষ্টানদের আকাশে তথা স্বর্গে তুলে নিয়ে যাবেন) হবার কথা ছিলো গত একুশে মে। তেমন দাবি করেছিল কিছু গর্দভ খ্রিষ্টান। আরও এক দল তাতে বিশ্বাসও করেছিল।
ফলে এ নিয়ে বিস্তর হাসাহাসি হয়েছে পরবর্তীতে। ধর্মকারীতেই প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি মজাদার পোস্ট (এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত)। আজ আরও ২১টা মজাদার ছবি পেয়ে শেয়ার করার লোভ সম্বরণ করা অসম্ভব মনে হলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন