বাইবেলের কিছু অংশ পুড়িয়ে সেটাকে শিল্পকর্মে ব্যবহার করেছেন ওয়েলসের এক চার্চের রেক্টর। তিনি তাতে আরও ব্যবহার করেছেন বাইবেল থেকে কাটা কিছু অংশ, যেসবে ঈশ্বরকে নির্দয় ও কুৎসিত বলে মনে হয়। খবর দিয়েছে বিবিসি। লিংকে গিয়ে ভিডিওও দেখে নিন।
খবরটা পড়ে ভাবছিলাম, কোরানের একটি আধুনিক ভার্শন করলে কেমন হতো। বর্বর, ঘৃণাবর্ষী, নারীবিদ্বেষী এবং বর্তমান জগতে একেবারেই অপ্রযোজ্য অংশগুলো ছেঁটে ফেলে...
পরে মনে হলো, এই কাজটি করলে কোরান হয়ে পড়বে চটি আকারের। আর তাছাড়া, এই আকাশকুসুম কল্পনা করে হুদাই টাইম লস!
প্রায় প্রাসঙ্গিক একটি পোস্ট পড়ে নেয়া যেতে পারে: কোরানের ভালো আয়াত বনাম অসহিষ্ণু/জঙ্গিবাদী আয়াত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন