একই লেখকের দু'টি রচনা ধর্মকারীর প্রথম পাতায় না দেয়ার অলিখিত নিয়মটি প্রথমবারের মতো লঙ্ঘন করতে হচ্ছে। খুবই জোরালো উপলক্ষ আছে বলেই।
লিখেছেন কৌস্তুভ
আজ গুগলের লোগো |
আজ, ২০শে জুলাই মেন্ডেলের ১৮৯-তম জন্মদিন। গ্রেগর জোহান মেন্ডেল সেই অস্ট্রিয়ান পাদ্রী, যিনি তাঁর মটরগাছ নিয়ে বংশগতির গবেষণার জন্য বিখ্যাত; তাঁর একসঙ্কর জনন, দ্বিসঙ্কর জনন স্কুলের জীববিজ্ঞানে পড়তে হত।
তিনি ছোটবেলায় জীববিদ্যা, অঙ্ক, পদার্থবিদ্যা নিয়ে পড়ার পর চেক প্রজাতন্ত্রের ব্রুন শহরে সেন্ট থমাস মঠে পাদ্রীর চাকরি নেন; গির্জার ছোট বাগানেই গ্রিনহাউস বানিয়ে তিনি নানা প্রজাতির মটরগাছ নিয়ে কাজ করতেন বহু বছর ধরে।
সেই গবেষণা থেকেই তিনি বংশগতির দুটো প্রধান সূত্র আবিষ্কার করেছিলেন, যা তাঁকে আধুনিক জেনেটিক্স-এর প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দেয়। এই জিনতত্ত্বই প্রমাণ করেছে কয়েক কোটি বছর ধরে প্রাণের উদ্ভব, প্রতিষ্ঠা করেছে মানুষের সাথে সব প্রাণীকুলের সম্পর্ক, মানুষের উৎপত্তিতে সৃষ্টিকর্তাকে করেছে অপাংক্তেয়।
জিন-ইয়াসের জন্মদিনে
ঝুল-কালো জোব্বাতে তুমি শুধু ভজ নাই যীশু –
আর সব যাজকের মত তুমি ধর নাই শিশু...
জিজ্ঞাসু মনটিকে ঢাকে নাই কালো ও পোশাক;
গির্জারই বাগানেতে চাষ করি’ মটরের শাক
বংশগতির খোঁজে তোমার সে নিরলস শ্রম
করেছিল নির্দেশ বিজ্ঞানের গবেষণা-ক্রম –
জিন-বিজ্ঞান আজ হত না তো মেন্ডেল বিনে...
হে পাদ্রী-শিরোমণি, শুভেচ্ছা জন্মের দিনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন