সারা দেশে একই পদ্ধতিতে খতম তারাবিহ্ পড়ার আহ্বান
তারিখ: ২৬-০৭-২০১১
পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ্ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। খতম তারাবিহ্ পড়ার সেই পদ্ধতিটিও নির্ধারণ করে দিয়েছে ফাউন্ডেশন। জাতীয় সংস্থাটির নির্ধারণ করা পদ্ধতি অনুযায়ী, প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রাতে খতম তারাবিহ্ শেষ করতে আহ্বান জানানো হয়েছে।
খবরে কোনও বিশেষত্ব বা নতুনত্ব নেই বটে, তবে খবরটি পড়ে আমার পিতার বলা একটি কথা স্মরণে এলো, যেটি শেয়ার করার লোভ সম্বরণ করতে পারলাম না। তাঁর ভাষায়: মুসলমানেরা বড়োই আজব প্রকৃতির - তারা কোরানও খতম করে, কাফেরও খতম করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন