বিশ্বের সকল জ্ঞান-বিজ্ঞানের কথা লেখা আছে একটি মাত্র কিতাবে। সেটির নাম কোরান। ভ্রূণতত্ত্বের কথাই ধরা যাক। মানবভ্রূণের গঠন ও পরিবর্ধন সম্পর্কে যা বলা আছে, তা শতভাগ সত্য। আর সে কারণেই তো ইছলামী জ্ঞানভাণ্ডারের রক্ষীরা বিশ্বের একেবারেই অখ্যাত এক ভ্রূণতত্ত্ববিদ PZ Myers-এর (যাঁর অতীব অখ্যাত একটি ব্লগ pharyngula-য় ধর্মকারীর প্রসঙ্গ এসেছিল দু'বার: এক, দুই) সঙ্গে এই প্রসঙ্গে বিতর্কে নেমেছিল। এ ক্ষেত্রে নিজেদের যুক্তিশূন্যতা ঢাকতে গলাবাজি চালিয়ে যাওয়ার আস্তিক্যবাদী ঐতিহ্য তারা বহাল রেখেছে যথারীতি।
পরে দুই বদের বদ যুক্তিবাদী এই ইছলামীদের বক্তব্য ও কোরানের উদ্ধৃতির ব্যবচ্ছেদ করে। এই যুক্তিবাদীরা আসলে ইছলামের শত্রু। তাদের কাছে 'পবিত্র' বলে কিছু নেই। নিচের দুই ভিডিও সে কথাই প্রমাণ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন