সন্ত্রাসবাদকে ইসলামী জঙ্গিরা এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে, আধুনিক যুগে "সন্ত্রাসবাদ" শব্দটি উচ্চারণ করলেই অবধারিতভাবে তা "ইসলামী" বলে মনে হয় । সন্ত্রাসবাদ ইসলাম বাদ দিয়ে কল্পনা করা দুরূহ হয়ে পড়েছে ইদানীং। তবে ইসলামীদের এই একচ্ছত্র আধিপত্যে কিঞ্চিৎ আঁচড় কাটতে সক্ষম হয়েছে এক খ্রিষ্টান জঙ্গি।
নরওয়েতে সংঘটিত সন্ত্রাসী হামলা চালিয়েছে যে খ্রিষ্ট অনুসারী, তার সম্পর্কে পড়ুন এখানে।
প্রসঙ্গত, "জঙ্গি নাস্তিক" শব্দবন্ধটি ব্যবহার করতে শুনি যাঁদের, সেই মহোদয়দের একটি কথা ভেবে দেখতে বলি: নাস্তিক্যবাদের নামে রক্তপাত ঘটিয়েছে কোনও নাস্তিক, এমন অন্তত একটি উদাহরণ দেখাতে না পারলেও নাস্তিকদেরকে ধর্মীয় জঙ্গিদের কাতারভুক্ত করে আপনারা বস্তুত নিজেদেরকেই স্থূলদর্শী ও জড়বুদ্ধিসম্পন্নদের কাতারভুক্ত করে ফেলছেন না কি?
* লিংক কৃতজ্ঞতা: রিফাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন