বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

ঐশী আবর্জনা


ঐশীগ্রন্থগুলোয় পাক-পবিত্র কথা থাকবে, সেটাই তো প্রত্যাশিত। কিন্তু ওসব তো ঘৃণা, হানাহানি, রক্তারক্তি, নারীবিদ্বেষ ও ইত্যাকার আবর্জনায় পরিপূর্ণ, সে তো আমরা জানিই। কিন্তু তাই বলে একেবারে দুর্গন্ধ-ছড়ানো আবর্জনার কথা এভাবে? 

যবের পিঠার মত করে সেই খাবার তুমি খাবে; লোকদের চোখের সামনে মানুষের পায়খানা পুড়িয়ে তা সেঁকে নেবে।
- বাইবেল, যিহিস্কেল ৪.১২

ইংরেজি ভার্শনটিতেও চোখ বোলানো যাক: 
Eat the food as you would a loaf of barley bread; bake it in the sight of the people, using human excrement for fuel.
- Ezekiel 4:12

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন