রাষ্ট্রনায়কেরা ও রাজনীতিবিদেরা সচরাচর ধর্মকে ঘাঁটাতে সাহস করেন না। বিশেষ করে রাষ্ট্রের নাগরিকেরা ধর্মপ্রবণ হলে।
আয়ারল্যান্ডের শতকরা ৭৩ জন ক্যাথলিক। সাম্প্রতিককালে সেখানে ক্রমবর্ধমান ধর্মউদাসীনতা লক্ষ্য করা গেলেও দেশের জনগণ এখনও যথেষ্টই ধর্মভীরু। তবু আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাথলিক চার্চের শিশুকামিতা এবং তা রোধ করতে চার্চের অনীহা ও গড়িমসিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। নিজেকে ধর্মপ্রাণ ক্যাথলিক হিসেবে পরিচয় দিয়ে তিনি খোদ ভ্যাটিকানের পোপের বক্তব্যের সরাসরি বিরোধিতা করে বলেছেন, আয়ারল্যান্ডের শিশুদের চার্চের হাত থেকে রক্ষা করতে প্রয়োগ করা হবে রাষ্ট্রীয় আইন, চার্চের আইন নয়।
তাঁর বারো মিনিটের বক্তৃতার ভিডিও দেখুন এবং আন্দাজ করতে চেষ্টা করুন, আমাদের রাষ্ট্রনায়ক বা রাজনীতিবিদরা কি আদৌ কোনওদিন দেশের প্রধান ধর্মের ইতরামির বিপক্ষে বক্তব্য রাখার মতো সাহজ অর্জন করবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন