সোমবার, ২৫ জুলাই, ২০১১

ফলো-আপ: বাধ্য বধূ সংঘ


বাধ্য বধূ সংঘ-এর কথা মনে আছে? ওই যে, মালয়েশিয়ার মুসলিম মহিলা সংগঠনের সদস্যারা স্থির করেছিলেন, তাঁরা মুসলিম স্ত্রীদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবেন তাদের স্বামীদের প্রতি আরও বাধ্য ও অনুগত হতে! স্বামীদেরকে পরিবারভ্রষ্ট হওয়া থেকে ও সহিংসতা থেকে বিরত রাখতে হলে তাদেরকে সর্বোত উপায়ে তৃপ্ত রাখতে হবে - এ কথাই শেখানো হবে তাদের! 

এ বিষয়ে সাম্প্রতিক সংবাদে দেখতে পাচ্ছি, ব্যাপারটি ওই অঞ্চলে জনপ্রিয়তা পেতে শুরু করেছে! তবে সিঙ্গাপুরে কেন জানি সুবিধে করে উঠতে পারছে না। স্থানীয় বাজার তাদের জন্য খুব অনুকূল নয় বলেই মনে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন