ইয়োরোপে ক্যাথলিকদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একটি জরিপ চালায় RealCatholicTV. জরিপের ফল চার্চের জন্য অতিশয় হতাশাব্যঞ্জক। সাধারণ জনগণের মধ্যে ধর্ম-উদাসীনতা ও ধর্মবিরোধিতা অত্যন্ত স্পষ্ট। এবং এই প্রবণতা চলতে থাকলে ধর্মের বিরুপ্ত ঘটতে বেশি সময় লাগবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে উপস্থাপক।
জরিপের প্রশ্নোত্তর পর্বটি আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। সাড়ে সাত মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন