শুক্রবার, ২২ জুলাই, ২০১১

ইন্টারনেট - ধর্মের যম


ধর্মবিশ্বাস ধ্বংসে ইন্টারনেটের ভূমিকা অনুমান করতে পেরে ধর্মবাজেরা আতঙ্কগ্রস্ত। এক খ্রিষ্টান অ্যাপলজিস্ট স্পষ্টই বলে বসেছে, 'আপনি বা আপনার পাদ্রী শিশুদের মনের যতোটা কাছে পৌঁছতে পারেন, মানুষের লালিত বিশ্বাস ধ্বংস করতে উন্মুখ নাস্তিক, অজ্ঞেয়বাদী ও সংশয়বাদীদেরকে ইন্টারনেট ঠিক প্রায় ততোটাই সুযোগ দিচ্ছে শিশুদের কাছে পৌঁছনোর। ফলে হ্রাস পাচ্ছে খ্রিষ্টধর্মের মূলসূত্রে বিশ্বাসী তরুণদের সংখ্যা।' 

বড়োই পুলকিত হলাম পড়ে। বিজ্ঞানের আলোয় ধর্মান্ধকার দূর হবেই। এখন শুধু অপেক্ষার পালা। বিস্তারিত পড়ে নিতে পারেন এখানে। 

এক সময় ধর্মের স্থান দখল করে নেবে নির্ধর্ম। কীভাবে? এর সপক্ষে প্রধানতম যুক্তি: অর্থনৈতিক স্বাচ্ছল্যের সঙ্গে ধর্মবিমুখতার প্রত্যক্ষ সম্পর্ক। এখানে পড়ুন (লিংক সৌজন্য: কৌস্তুভ)। 

ধর্মবাজদের নেটাতঙ্ক নামের পুরনো তবে প্রাসঙ্গিক একটি মজাদার পোস্টের কথাও মনে পড়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন