মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

বুদ্ধিমতী হবার ইছলামী উপায়


"সুন্নত দিলে হয় মুসলমান
হিজাব পরলে হয় বুদ্ধিমান..."

অন্তত এই কার্টুনটি প্রচার করতে চাইছে: হিজাব পরলে হয় বুদ্ধিমান...


ইরান কর্তৃপক্ষ হিজাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝাতে নানান ধরনের প্রচারণা চালিয়ে থাকে। এই কার্টুনটিও সেই প্রচারণার অংশ। এর মাধ্যমে বোঝানো হচ্ছে, হিজাব পরা মেয়েরা বেহিজাবী মেয়েদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমতী হয়ে থাকে। কার্টুন দেখে মনে হচ্ছে, "ঘুমিয়ে আছে আইনস্টাইন সব হিজাবের অন্দরে"। 

হিজাব পরা অন্তত একখান নোবেল বিজয়ী দেখতে বড়োই মঞ্চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন