আমি সচরাচর গুরুগম্ভীর তত্ত্বপূর্ণ দীর্ঘ বক্তব্য শুনতে পছন্দ করি না, পছন্দ করি না পড়তেও। তাই ঐশীগ্রন্থের নৈতিকতা নিয়ে নির্মিত চোদ্দ মিনিটের ভিডিওর শুরুটি দেখে শেষ পর্যন্ত দেখতে পারবো ভাবিনি। কিন্তু কী যে মুগ্ধতা নিয়ে দেখেছি পুরো ভিডিওটা! যেমন মনকাড়া, যুক্তিময় বক্তব্য, মৃদুকণ্ঠের কথন, তেমনি দুর্দান্ত ভিডিও-সঙ্গৎ।
ইউটিউবার QualiaSoup নৈতিকতা বিষয়ে একটি ভিডিও-সিরিজ তৈরি করছেন। ওপরের ভিডিওটি সিরিজে দ্বিতীয়। আর প্রথমটি দেখতে উৎসাহীদের জন্য:
এখনও পর্যন্ত দুটো পর্ব এসেছে নেটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন