রমজান মাস মানেই ভক্ষণোৎসব। সংযমের লেশমাত্র নেই তাতে। উদয়াস্ত না খেয়ে থাকাটা নেহাতই দোজখভীতির কারণে। সূর্য ডোবার অপেক্ষায় কাটে সারাটা দিন। তারপরে শুরু হয় মচ্ছপ, রসনাবিলাস। এই চিত্র শুধু বাংলাদেশেই নয়, সারা মুসলিম জাহানে। গড়পড়তা মুসলিম পরিবারে রমজান মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়ে থাকে। অর্থাৎ সংযমের উছিলায় অপচয়।
তথাকথিত পবিত্র মাসে (সময় পবিত্র হয় ক্যামনে, কেউ বুঝাইবেন আমারে?) হুদাই না খেয়ে থাকার ফজিলত কিছুই নেই আসলে। ব্যাপরটা সম্পূর্ণই ভুয়া এবং প্রায়শই ভণ্ডামি।
সাড়ে পাঁচ মিনিটের চিন্তাজাগানিয়া ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন