গ্রেপ্তারকৃত দুই র্যাবাইয়ের (ইহুদি মোল্লা) সমর্থনে আদালতের সামনে সমাবেশ করেছে হাজার-হাজার রক্ষণশীল ও জাতীয়তাবাদী ইহুদি। এই দুই র্যাবাই একটা বই লিখেছিল দু'বছর আগে। সেটাতে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছিল, ইহুদিদের ধর্মগ্রন্থ তোরাহ-র বাণী "তোমরা হত্যা করিয়ো না" প্রযোজ্য শুধু ইহুদিদের ক্ষেত্রে। অর্থাৎ অ-ইহুদিদের হত্যা করা যাবে - পুরুষ, নারী, শিশু নির্বিশেষে।
হুমায়ুন আজাদ এ কারণেই বলেছিলেন, "ধর্মের কাজ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা; তাই এক ধার্মিকের রক্তে সব সময়ই গোপনে শানানো হ’তে থাকে অন্য ধার্মিককে জবাই করার ছুরিকা"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন