একদল ইসলামী দাবি করে থাকে, তারা শান্তিকামী। ভেবে দেখলাম, কথাটা আসলেও সত্য। বুঝিয়ে বলি: "শান্তিকামী" শব্দে "কামী"-র উৎপত্তি "কাম" অর্থাৎ সেক্স থেকে। মানে, শিশুকামীরা যেমন শিশুদের সঙ্গে সেক্স করে, তেমনি শান্তিকামী ইসলামীরা সেক্স করে শান্তির সঙ্গে। একেবারে কথ্য ভাষায় বললে: "ইসলামীরা শান্তিরে োদে।" সে অর্থে ইসলামীরা সত্যিকারের শান্তিকামী।
কথাগুলো মাথায় এলো ফাহাদ জ্যাকসন-এর পাঠানো স-ভূমিকা স্ক্রিনশটটি দেখে।
নাস্তিক পরিচয়ের চাইতেও স্যার হুমায়ূন আজাদের বড় পরিচয়, তিনি একজন অত্যন্ত খ্যাতিমান সাহিত্যিক এবং ভাষাবিশারদ। বাংলা ব্যাকরণ, তথা আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষার উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। অথচ এরকম একজন মানুষ কে নিয়ে কিছু উগ্র মৌলবাদীদের কমেন্টের নমুনা দেখুন।
হায়রে! আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?!
(বিঃদ্রঃ ফটোশপে এডিট করে শুধুমাত্র উল্লেখযোগ্য কমেন্টগুলো দেখানো হলো। কোনো কমেন্টকে বিকৃত করা হয়নি। মূল সাইটে গিয়ে দেখে আসতে পারেন। আর কমেন্টগুলো পড়ে আমার মনের অনুভূতি কেমন হয়েছিলো সেটা ডান কলামে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম।)
ছবির ওপরে ক্লিক করে পূর্ণাকারে দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন