একটু পুরনো পরিসংখ্যান। কারণ ভিডিওটাই ২০০৬ সালের। আমেরিকার ৭৫ শতাংশ নাগরিক খ্রিষ্টান। কারাগারে বন্দীদের ভেতরে খ্রিষ্টানদের সংখ্যাও শতকরা ৭৫ জন। অর্থাৎ অনুপাত সঠিক আছে। এবার নাস্তিকদের পরিসংখ্যান দেখা যাক। নাস্তিকদের সংখ্যা আমেরিকায় শতকরা ১০ জন হলেও জেলবাসীদের মধ্যে তাদের সংখ্যা শতকরা ১ জনেরও অ-নে-ক কম - ০.২ শতাংশ। মন্তব্য করার দরকার আছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন