মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

টেন্ডার বিজ্ঞপ্তি: কমিক অনুবাদ


আছেন নাকি কোনও ঈমান্দার বান্দা, যিনি এই পবিত্র মাহে রমজানে ধর্মকারীর জন্য কিছু কাজ করে দোজাহানের নেকি হাছিল করতে চান? গোটা পাঁচেক কমিক (গড়পড়তাভাবে 'কামুক' আকারের) ইংরেজি থেকে অনুবাদ করতে হবে এবং এ জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক প্রয়োজন, যাঁরা অনুবাদের পাশাপাশি ফটোমাস্তানির কাজটিও করতে পারবেন। 

শর্ত একটিই: দায়িত্ব নিলে কাজটি করে দিতে হবে। কোনও সময়সীমা বেঁধে দেয়া হবে না বটে, তবে তা কেয়ামত পর্যন্ত না গড়ালেই মঙ্গল। 

পরম করুণাময়ের কাছে দোয়া করি এবং নিশ্চয়ই তিনি ধর্মকারীর মেইলবক্স উৎসাহীদের মেইলে ভরে তোলার ব্যবস্থা করবেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন