শত তথ্য-প্রমাণ সত্ত্বেও ধর্মবিশ্বাসীরা বিববর্তনবাদ মেনে নিতে পারে না, খুব সম্ভব, দুটো কারণে। এক. বিবর্তনবাদ মেনে নিলে ধর্মবিশ্বাসের কাল্পনিক ভিত্তিটাও যে হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে! দুই. "সৃষ্টির সেরা জীব" হিসেবে গর্বিত হয়ে বানরকুলের আত্মীয়তা মেনে নিলে নিজেদের ছোট করা হয় যে! তারা বরং নিজেদেরকে ধুলোমাটির তৈরি বলে ভাববে!
এই জাতীয় মানুষদেরকে তীব্র শ্লেষাত্মক ভাষায় জবাব দিয়েছিলেন চিন্তিত তাপস পাল। প্রায় একই জাতীয় বাণীসম্বলিত টি-শার্টের ছবি পেলাম নেটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন