রবিবার, ২৮ আগস্ট, ২০১১

একা ও তিনজন


যুক্তি শাণিত ও নিখুঁত হলে প্রতিপক্ষের সংখ্যাধিক্যে কিচ্ছু এসে যায় না।

খ্রিষ্টানদের টিভি চ্যানেল ফক্স নিউজ তাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিল American Atheists সংগঠনের সভাপতি ডেভ সিলভারম্যানকে। তাঁকে নাকাল করাই লক্ষ্য ছিলো নিশ্চয়ই। প্রস্তুতিও সেভাবেই নেয়া হয়েছিল। কিন্তু তিনজনের বাহিনী একজনকে মোকাবিলা করতে চরমভাবে ব্যর্থ হলো। সিলভারম্যানের চৌকস যুক্তির সামনে তাদেরকে অসহায়ভাবে চিৎকারই করে যেতে হয়েছে শুধু। খুবই পুলকিত হলাম দ্রোহী-র পাঠানো এই ভিডিও দেখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন