ক্যাথলিক যাজকদের শিশুপ্রেম সর্বজনবিদিত। সেই প্রেম প্লেটোনিক তো নয়ই, বরং রীতিমতো ফ্রয়েডীয়! এবং এই প্রেম রক্ষার সুমহান দায়িত্ব নিয়েছে চার্চ স্বয়ং।
শেয়ালের কাছে মুর্গি রাখার উপমাটি ঠিক শোভন হয়তো নয়, তবে সেই তুলনাই মাথায় আসে এই খবর পড়ে: চার্চের নিয়োগ করা শিশু নিরাপত্তা বিভাগের প্রধান চার হাজার চাইল্ড পর্নো ইমেজসহ ধরা পড়েছে। যাকে বলে সর্ষের ভেতরেই ভূত।
আরেকটি খবর। তিরিশ বছরেরও বেশি সময় ধরে শিশুদের ওপরে যৌননির্যাতন চালিয়ে অবশেষে ধরা পড়েছে এক ক্যাথলিক ধর্মযাজক।
ওপরের লিংক দু'টি পাঠিয়েছেন Suirauqa. পাঠিয়েছেন তিনি আরও দুটো ছবি। নিজের তোলা। সেগুলো দেয়ার আগে আরও কয়েকটি খবর পরিবেশন করা যাক।
ক্যাথলিক পাদ্রীদের যৌননির্যাতনের শিকার হয়ে অস্ট্রেলিয়ার এক ক্যাথলিক স্কুলে ঊনিশ বছরে আত্মহত্যা করেছে ছাব্বিশ জন। এই ভয়াবহ খবরের চেয়ে ভয়াবহতর খবর হচ্ছে চার্চের ঔদাসীন্য ও নির্লিপ্ততা। এই বিষয়ে তদন্ত শুরু হলে চার্চের বিশপ বলেছে, "আমার মনে হয় না, তারা নতুন কোনওকিছু জানতে পারবে... (এই ঘটনাগুলো থেকে) আমরা শিখেছি কোনটি সদাচরণ, আর কোনটি অসদারচরণ।"
ক্যাথলিক চার্চের শাখা সর্বত্র। এখানে পড়ুন আফ্রিকায় তাদের কীর্তিকলাপ। আর নিয়মিত এই জাতীয় খবর পড়তে আগ্রহীরা এই সাইটে নজর রাখতে পারেন।
এবার দেখা যাক Suirauqa-র পাঠানো ছবিগুলো। বিষয় - চার্চের আদি ও অকৃত্রিম শিশুপ্রেম।
এখন দেখুন ক্লোজ-আপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন