সাত বছর বয়সী এক বালককে গাছে উল্টো করে ঝুলিয়ে নিষ্ঠুরভাবে পিটিয়েছে এক ইমাম। বালকটি এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে দেখা যায়, চুদির্ভাই ইমাম শিশুটির পা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। অবোধ শিশুটির অপরাধ কী ছিলো, জানেন? সে সুরার কিছু শব্দ ভুলে গিয়েছিল। ভেবে পাই না, এইসব সুরা মুখস্থ করা ও বল্দার্গু মুখস্থ করার (মুখে ভরা অর্থে) মধ্যে তফাত কোথায়?
এই ঘটনা ঘটেছে পাকিস্তানে, তবে এমন ঘটনা মুসলিম জাহানে একেবারেই বিরল নয়। ধর্মকারীতে প্রকাশিত পুরনো পোস্ট কোরানশিক্ষালয় থেকে আরও কিছু নিদর্শন পাওয়া যাবে।
এই ঘটনা ঘটেছে পাকিস্তানে, তবে এমন ঘটনা মুসলিম জাহানে একেবারেই বিরল নয়। ধর্মকারীতে প্রকাশিত পুরনো পোস্ট কোরানশিক্ষালয় থেকে আরও কিছু নিদর্শন পাওয়া যাবে।
বাংলাদেশের একটি এতিমখানার দৃশ্য |
ঢালাওভাবে বলা উচিত নয়, তবে আমার (নিশ্চয়ই আরও অনেকেরও) পর্যবেক্ষণ বলে, আরবি ও ইসলামিয়াত শিক্ষকেরা বরাবরই স্যাডিস্ট হয় কোনও এক বিচিত্র কারণে।
এক ইসলামী স্কুলের শাস্তিপদ্ধতি সম্পর্কে একটি তিন মিনিটের ভিডিও। শেষ পর্যন্ত দেখা সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন