বুধবার, ৩১ আগস্ট, ২০১১

আস্তিকীয় ভ্রান্তিবিলাস


নাস্তিকদেরকে প্রায়ই আস্তিকদের একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়, "এই যে তুমি বলতেসো, আল্লা-টাল্লায় বিশ্বাস করো না, কিন্তু একবারও ভেবে দেখসো, তোমার ধারণা যদি ভুল হয়?" শুনে এতোদিন বলতাম, আমাদের ধারণা ভুল - তার সপক্ষে সামান্যতম যুক্তি-তথ্য-প্রমাণ তোমাদের নেই। বরং তুমি তোমাদের বিশ্বাসের সপক্ষে জুতসই প্রমাণ পেলে আমাকে জানিয়ো, আমি আমার ভুল স্বীকার করে নেবো। 

তবে আস্তিকদের এমন প্রশ্নের লা-জবাব জবাব দিয়েছেন রিচার্ড ডকিন্স। এখন থেকে তাঁর দেয়া যুক্তি ব্যবহার করবো। 

এক মিনিটের চলমান টেক্সট-ভিডিও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন