বুধবার, ৩ আগস্ট, ২০১১

নির্ধার্মিক-এর বিশ্বাস


ইংরেজি থেকে অনুবাদ করেছেন Suirauqa
নাস্তিকেরা কোনওকিছুতেই বিশ্বাস করে না, অতএব তাদের সঙ্গে কথা বলাটাই বৃথা - এই কথা শুনে শুনে ত্যক্ত-বিরক্ত হয়ে রচিত মূল কবিতাটি এখানে। অনুবাদের আগে কবির অনুমতি নেয়া হয়েছে।

নির্ধার্মিক-এর বিশ্বাস

বিশ্বাস আমার প্রেমে-করুণায়
বিশ্বাস আমার সহায়তা-হাতে
বিশ্বাস আমার দৃঢ় অভিমতে
বিশ্বাস মত প্রকাশেতে
বিশ্বাস করি সহযোগিতায়
কঠিন পথটা পার করে
বিশ্বাস করি পারব আমরা

বিশ্বাস নেই - ঈশ্বরে।

বিশ্বাস করি শিক্ষা দীক্ষা
বিশেষ - জ্ঞানের সাধনায়
বিশ্বাস করি দূরদৃষ্টি
মহাজনপথে পাওয়া যায়।
বিশ্বাস করি কবিতা লেখায়
গাইতে প্রেমের জয়গান
প্রহেলিকা কত দুনিয়াতে, তবু

নেই উপরে ভগবান।

চিত্রকলা, সঙ্গীতে আর
কণ্ঠস্বরের যুক্তিতে
চিরসুন্দর প্রকৃতি এবং
স্বাধীন ইচ্ছাশক্তিতে।
বিশ্বাস করি ভবিষ্যতে
তাকে গড়ে তুলি আমরাই
বিশ্বাস করি জ্ঞানবন্টনে

ধর্মগ্রন্থ ছাড়ি তাই।

শূন্য থেকে আগমন আর
শূন্যতে হবে প্রস্থান
বিশ্বাস করি অজানা অনেক
কিন্তু অনেকই পাব জ্ঞান
বিশ্বাস করি প্রাণ-সংযোগে
কতো আরও আছে প্রতীতি
বিশ্বাস করি আমরা মানুষ

যথেষ্ট সেটা নয় কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন