ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া এক অস্ট্রেলীয় মোল্লা অস্ট্রেলিয়ায় শরিয়া আইন প্রতিষ্ঠায় জেহাদে নেমেছে। টিভি সাক্ষাৎকারে সে জানালো, গণতন্ত্র হচ্ছে শয়তানের আইন, আর তাই অস্ট্রেলিয়া কোনও না কোনও একদিন শরিয়া আইনের শাসনভুক্ত হবে। কয়েকদিন আগে আরেক ধর্মান্তরিত নব্য মুসলিমকে জনাকয়েক ইসলামী ষণ্ড চল্লিশ বার আঘাত করেছে বিদ্যুতের তার দিয়ে - সেই ঘটনা প্রসঙ্গে সে বললো, চল্লিশ নয়, আশিবার প্রহার করা প্রয়োজন ছিলো, কারণ সেটাই আল্লাহর আইন।
সাড়ে চার মিনিটের ভিডিওতে তার নূরানী খোমামোবারক দর্শন করে মনে পড়লো হুমায়ুন আজাদের প্রবচন: একটি ধর্মান্ধের মুখের দিকে তাকালেই বোঝা যায় আল্লা অমন লোককে পছন্দ করতে পারে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন