১.
একটা সাধারণ দিনে লোকে খায়, ঘুমায়, কাজ করে, ডেট করে... সব করে সাধারণ নিয়মে। খাদ্য কিন্তু তার চেতনা জুড়ে থাকে না। কিন্তু রোজার দিনে লোকে সারাক্ষণ ভাবে খাবার নিয়ে। এমনকি খাদ্য নিয়ে তারা রীতিমতো ফ্যান্টাসাইজ করে। আর ইফতারের সময়ে খাদ্যের ওপরে উপগত হয়।
(টোস্টার)
২.
অতি বিশ্বাসীরা (বিশেষত প্রবীণরা) কারোর রোজা ভাঙার খবর শুনলে ফুল বেসে আঁতকে উঠেন, কিন্তু খবরের কাগজে নৃশংস খুনের সংবাদগুলো অসাধারণ নিস্পৃহ হয়ে অবলীলায় পড়ে যান। ভয়মিশ্রিত কঠিন বিশ্বাস তাদের বিবেকের একটা অংশকে অকেজো করে তুলেছে। কেবল ভয় আর প্রলোভনই কি তবে তাদের "শুদ্ধ মানুষ" হবার মূল প্রেরণা?
(নীল নীলিমা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন