মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

লিন্ডসে লোহানের বুক জুড়ে আল্লাহর নাম

পাঠিয়েছেন শয়তানের চ্যালা 

অনেকেই বিভিন্ন গাছে, ডালে, মাছে, মাংসে, পাতায়, মূলে আল্লাহর নাম খুজে পান। এবার তার নাম ভেসে উঠেছে লিন্ডসে লোহানের বুকে। এবার কি বলবেন নাস্তিকরা? এখনও কি তারা অবিশ্বাস করবে তার কুদরতি ক্ষমতাকে?

এই ফাইলটি swf ফরম্যাটে। এমবেড করা রীতিমতো পেইন মনে হলো। বা হয়তো আমিই এমবেড করার সিরাতুল মুস্তাকিম জানি না 

অতএব ফাইলটি এখানে গিয়ে দেখে নিতে হবে। সাইজ ৩৪৬ কিলোবাইট বলে নেটস্পিডভেদে একটু ধয্যি ধরে অপেক্ষা করতে হতে পারে।

আপডেট.
কৌস্তুভ একটি gif ফাইল বানিয়ে দিয়েছেন। তবে swf ফরম্যাটে লোহানের লাবণ্য (কৌস্তুভের ভাষায়) বেশি ফুটেছে 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন