মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

ধর্মকারী থেকে প্রকাশিত দ্বিতীয় কুফরী কিতাব: ইসলামী শস্যক্ষেত্র


চার পর্বে প্রকাশিত নিলয় নীল-এর লেখা "ইসলামী শস্যক্ষেত্র" একত্র করে ই-বুক আকারে প্রকাশ করা হলো। প্রচলিত অর্থে ই-বুক নয় এটি। এতে কোরান, হাদিস ও অনান্য বিশ্বস্ত ইসলামী রচনা থেকে নারী সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হুবহু উদ্ধৃত করা হয়েছে মূলত। বলা চলে, ইসলামী উদ্ধৃতির সংকলন। রেফারেন্স বুক হিসেবে অনেকেরই কাজে লাগবে নিশ্চয়ই। 

ধর্মকারীর পাঠকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ঘনিষ্ঠ ও পরিচিত মেয়েদেরকে এই বইটি পড়তে উদ্বুদ্ধ করুন। ধর্মের কারণে নারীরাই সবচেয়ে বেশি অত্যাচারিত, বঞ্চিত ও অবহেলিত হলেও ধর্মবিশ্বাসীদের সংখ্যা মেয়েদের ভেতরেই বেশি কেন, সে এক রহস্য। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং তা ঘটানো সম্ভব মেয়েদের ভেতরে সচেতনতা তৈরির মাধ্যমে। 

নিলয় নীল-এর লেখার শেষ পর্বে ই-বুক বানাতে আগ্রহী স্বেচ্ছাসেবক আহ্বান করেছিলাম। পরম অদ্ভুত ও উৎসাহদায়ী ঘটনা এই যে, কৌস্তুভ আর থাবা বাবা আমাকে না জানিয়ে নিজ নিজ উদ্যোগে ই-বুক প্রস্তুত করে আধাঘণ্টার ব্যবধানে আমাকে পাঠিয়েছেন। অতএব দুটো কপিই আপলোড করছি। আকারে ছোট বলে পাঠক দুটোই ডাউনলোড করে নিজের পছন্দসইটা বেছে নিতে পারবেন। 

গুগল ড্রাইভ ডাউনলোড লিংক:
পুনশ্চ. মনে হচ্ছে, "কুফরী কিতাব"-কে "কুফর-ই-কিতাব" লিখলে ই-বুক ব্যাপারটাও প্রকাশ পেতো

নিচে অনলাইনে পাঠযোগ্য ভার্শন:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন