বুধবার, ২৪ আগস্ট, ২০১১

The Thinking Atheist-এর নেপথ্যের ব্যক্তিটি


The Thinking Atheist-এর বানানো ভিডিওগুলির প্রতি আমার মুগ্ধতা প্রকাশ করেছি বহুবারই। ক'দিন আগে  একচল্লিশটি মুক্তো নামে তাঁর ভিডিওগুলোর একটি সংকলনও এমবেড করেছি ধর্মকারীতে। 

The Thinking Atheist-এর পেছনের ব্যক্তিটি এবার জনসমক্ষে এসেছেন প্রথমবারের মতো। নাস্তিক হিসেবে। কারণ এর আগে তিনি খ্রিষ্টান ছিলেন তিরিশ বছর ধরে, এর মধ্যে বারো বছর কাজ করেছেন ক্রিশ্চিয়ান ব্রডকাস্টার হিসেবে। কিছুদিন আগে অনুষ্ঠিত Oklahoma Freethought Convention-এ তিনি বক্তৃতা দেন। ভিডিওগুলোর মতো কথাবার্তাতেও তিনি চৌকস, সরস। তাঁর পঁয়তাল্লিশ মিনিটের বক্তৃতা আমি খুব উপভোগ করেছি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন