আল্যা নামে সর্বক্ষমতাময় কোনও চিজের অস্তিত্ব থাকলে সে কবেই এসে দেখা দিয়ে এ বিশ্বচরাচর অবিশ্বাসীহীন করে তুলতো! তা সে করে না। করবেই বা কী করে! ব্যাটায় থাকলে তো!
তবে ঈমান্দার মোমিনদের কাছে আল্যাফাক নানান রূপে দেখা দিয়ে থাকে। গাছপালা, মেঘ, ফলমূল, মাছের পেটসহ সম্ভাব্য ও অসম্ভাব্য সব জায়গায়। দেখে মোমিনদের ভক্তিরস রাগমোচনের পর্যায়ে চলে যায়। আর আমরা, বেতমিজ নির্ধার্মিকেরা, বেহায়ার মতো খ্যাক-খ্যাক করে হাসি। তবে আমরাও কিন্তু ইতিউতি আল্যার নাম দেখতে পাই। সে বিষয়ে দেখুন ভিডিওর নিচে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন