চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যু নিয়ে পাবলিক খামোখাই হাউকাউ করেছে। ব্যাপারটিকে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক মনে হতো। কারণ ইসলামী ধর্মমতে মুসলমানদের অকালমৃত্যু বলে কিছু নেই।
প্রথম আলো থেকে পাওয়া সংবাদ।
‘তারেক মিশুক নির্ধারিত সময়ে মারা গেছে’
(লিংক পাঠিয়েছেন হাঁটুপানির জলদস্যু)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেছেন, ‘ধর্মমতে মুসলমানদের কোনো অকালমৃত্যু নেই। তারেক (চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ) ও মিশুক (সাংবাদিক মিশুক মুনীর) তাদের জন্য নির্ধারিত সময়েই মারা গেছে। তাদের জন্য দুঃখ লাগতে পারে। তবে এটাই বাস্তব।’
গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে জনসংখ্যানীতি যুগোপযোগীকরণ জাতীয় কর্মশালা’য় মজিবুর রহমান ফকির এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। তিনি বলেন, মা-বাবা শিক্ষিত হলে সন্তান বেশি হলে সমস্যা নেই। তিনি তাঁর মা-বাবার নবম সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর মা-বাবার নবম সন্তান ছিলেন। কিন্তু এসব পরিবারে কোনো সমস্যা হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন